১। আবেদন পত্রটি লিখিতভাবে দাখিল করতে হবে।
২। যে ইউনিয়ন পরিষদের নিকট আবেদন করা হবে সে ইউনিয়ন পরিষদের নাম ঠিকানা থাকতে হবে।
৩। আবেদনকারী এবং প্রতিবাদীর নাম,ঠিকানা ও পরিচয় থাকতে হবে।
৪। সাক্ষী থাকলে সাক্ষীর নাম,ঠিকানা ও পরিচয় থাকতে হবে।
৫। ঘটনা,ঘটনা উদ্ভবের কারণ,ঘটনার সথান ও ইউনিয়ননের নাম,সময়,তারিখ থাকতে হবে।
৬। নালিশ বা দাবির ধরন,মূল্যমান থাকতে হবে।
৭। ক্ষতির পরিমাণ,প্রার্থিত প্রতিকার থাকতে হবে।
৮। পক্ষদ্বয়ের সম্পর্ক উল্লেখ থাকতে হবে।
৯। সাক্ষীদের ভূমিকা থাকতে হবে।
১০। মামলা বিলম্বে দায়ের করা হলে তার কারণ উল্লেখ থাকতে হবে।
১১। আবেদকারীর সাক্ষর থাকতে হবে।
১২। মামলা দায়েরের তারিখ থাকতে হবে।
১। দন্ডবিধির ধারা ৩২৩ বা ৪২৬ বা৪৪৭ মোতাবেক কোন অপরাধসংঘটন করা, বে-আইনী জনসমাবেশ সাধারণ উদ্দেশ্যে হইলে এবং উক্ত বে-
আইনী জনসমাবেশে জড়িত ব্যক্তির সংখ্যা দশের অধিক না হইলে দন্ডবিধির১৪৩ ও ১৪৭ ধারা, ১৪১ ধারা এর ততীয় বা চতর্থ দফার সহিত পঠিতব্য।
২। দন্ডবিধির ধারা ১৬০, ৩৩৪, ৩৪১,৩৪২, ৩৫২, ৩৫৮, ৫০৪, ৫০৬(প্রথম অংশ), ৫০৮, ৫০৯ এবং ৫১০।
৩। দন্ডবিধির ধারা ৩৭৯, ৩৮০ ও ৩৮১ যখন সংঘটিত অপরাধটিগবাদিপশু সংক্রামত্ম হয় এবং গবাদিপশুর মল্য অনধিক পচিশ হাজার টাকা হয়।
৪। দন্ডবিধির ধারা ৩৭৯, ৩৮০ ও ৩৮১ যখন সংঘটিত অপরাধটিগবাদিপশু ছাড়া অন্য কোন সম্পত্তি সংক্রামত্ম হয় এবং উক্ত সম্পত্তির মল্য
অনধিক পচিশ হাজার টাকা হয়।
৫। দন্ডবিধির ধারা ৪০৩, ৪০৬, ৪১৭ ও ৪২০ যখন অপরাধ সংশিস্নষ্টঅর্থের পরিমাণ অনধিক পচিশ হাজার টাকা হয়।
৬। দন্ডবিধির ধারা ৪২৭, যখন সংশিস্নষ্ট সম্পত্তির মল্য অনধিক পচিশহাজার টাকা হয়।
৭। দন্ডবিধির ধারা ৪২৮ ও ৪২৯ যখন গবাদিপশুর মল্য অনধিক পচিশহাজার টাকা হয়।
৮। Cattle-Trespass Act, 1871 (Act No. I of 1871)এরsection 24, 26, 27|
৯। উপরিউক্ত যে কোন অপরাধ সংঘটনের চেষ্টা বা উহা সংঘটনেরসহায়তা প্রদান।
১। কোন চক্তি, রশিদ বা অন্য কোন দলিল মল্যে প্রাপ্য অর্থ আদায়ের জন্যমামলা।
২। কোন অস্থাবর সম্পত্তি পনরম্নদ্ধার বা উহার মল্য আদায়ের জন্যমামলা।
৩। স্থাবর সম্পত্তি বেদখল হওয়ার এক বৎসরেরমধ্যেউহারদখলপনরম্নদ্ধারেরমামলা।
৪। কোন অস্থাবর সম্পত্তির জবর দখল বাক্ষতি করার জন্য ক্ষতিপরণ আদায়ের জন্য মামালা।
৫। গবাদিপশু অনধিকার প্রবেশের কারণেক্ষতিপরণের মামলা।
৬। কষি শ্রমিকদের পরিশোধ্য মজরি ওক্ষতিপরণ আদায়ের মামলা।
[যখন দাবীকৃত অর্থের পরিমাণ অথবা অস্থাবর সম্পত্তির মূল্য অথবা অপরাধ সংশ্লিষ্ঠ স্থাবর সম্পত্তির মূল্য অনধিক পচিঁশ হাজার টাকা হয়।]
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS